ফরিদপুর-২ এর উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ

প্রকাশিত: ০৫-১১-২০২২ ০৯:২০

আপডেট: ০৫-১১-২০২২ ১৭:১২

ফরিদপুর সংবাদদাতা: জাতীয় সংসদের ফরিদপুর-২ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে ভোট গণনা। শনিবার (৫ নভেম্বরা) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনাররা রাজধানীর নির্বাচন ভবন থেকে কেন্দ্রের ভোটগ্রহণ পর্যবেক্ষণ করেছেন। 

এ নির্বাচনে মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ৪৭২ জন। ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে শাহাদাব আকবার লাবু চৌধুরী ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষে মোহাম্মদ জয়নুল আবেদীন বকুল মিয়া প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিলো। 

ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা  চৌধুরীর মৃত্যুতে গত ১১ই সেপ্টেম্বর সংসদের এই আসন শূন্য ঘোষণা করা হয়। এরপর ২৬ শে  সেপ্টেম্বর তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

rocky/sanchita