ময়মনসিংহ সংবাদাতা: ময়মনসিংহে নানা আয়োজনের মধ্য দিয়ে হেমন্তের নবান্ন উৎসব উদযাপন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। আজ শনিবার (০৫ই নভেম্বর) সকালে নগরীর শিল্পাচার্য্য জয়নুল আবেদীন সংগ্রহশালা মাঠে উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে দিনব্যাপী উৎসব শুরু হয়।
ময়মনসিংহ সম্মিলিত জোটের আহ্বায়ক কবি ফরিদ আহমেদ দুলালের সভাপতিত্বে গ্রামবাংলার কৃষকের সম্মানে কার্তিকের হেমন্তে এই নবান্ন উৎসব আয়োজন করা হয়।
এসময় স্থানীয় কবি ও শিল্পীদের আবৃত্তি, সংগীত পরিবেশন, অভিনয় ও গ্রামীণ খেলা দর্শকদের মুগ্ধ করে।
afroza/sharif