খুলনা সংবাদদাতাঃ খুলনা মহানগরী থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে সোনাডাঙ্গা মডেল থানার গোরব চাকা এলাকার একটি বাসা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। তবে নারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে হত্যার বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, দাম্পত্য কলহের জের ধরে এ হত্যা হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ ।
স্থানীয়রা জানান, সকালে আবু বক্করের ঘর থেকে কেউ বের না হওয়ায় প্রতিবেশীরা জানালা দিয়ে দেখে খাটের উপর পলিথিনে মোড়া এক মহিলা রয়েছে। এটা দেখে তারা পুলিশকে খবর দেয়। দরজা খুলে মহিলার মাথা ও দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
sanjida/sharif