সিলেটে বিএনপি নেতা খুন, একজন আটক

প্রকাশিত: ০৭-১১-২০২২ ১১:০০

আপডেট: ০৭-১১-২০২২ ১১:৩০

নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামালকে হত্যায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতরাতে সিলেট নগরীর আম্বরখানা বড়বাজার এলাকায় ছুরিকাঘাতে খুন হন বিএনপির এই নেতা। 

পুলিশ জানায়, গাড়ি আটকে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কি কারণে তাকে হত্যা হয়েছে তা এখনও জানা যায়নি। 

এ ঘটনার প্রতিবাদে রাতেই বিক্ষোভ করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। এছাড়া ভাংচুরের ঘটনাও ঘটেছে।

 

 

 

 

lamia/shimul