‘বিএনপির সমাবেশ থেকেই বিচারপতি মানিকের ওপর হামলা’

প্রকাশিত: ০৭-১১-২০২২ ১৯:৫১

আপডেট: ০৭-১১-২০২২ ২০:৫৫

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা বিএনপির সমাবেশ থেকেই হয়েছিল বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। সোমবার (৭ই নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান হারুন অর রশিদ একথা জানান। 

তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। 

গত দোসরা নভেম্বর রাজধানীর নয়াপল্টনে অবসরপ্রাপ্ত বিচারপতি মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় পল্টন থানায় একটি মামলা হয়। বর্তমানে মামলাটি তদন্ত করছে গোয়েন্দা পুলিশ।

 

Rakib/sat