নির্মাণকাজে পরিবেশকে গুরুত্ব দিন : চসিক মেয়র

প্রকাশিত: ০৮-১১-২০২২ ২১:১৯

আপডেট: ০৮-১১-২০২২ ২১:১৯

চট্টগ্রাম প্রতিবেদক : সকল অবকাঠামো নির্মাণে পরিবেশকে গুরুত্ব দিয়ে কাজ করতে প্রকৌশলীদের প্রতি আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। 

মঙ্গলবার (৮ই নভেম্বর) সকালে, বন্দরনগরীর আমবাগানে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ আহবান জানান মেয়র। 

এসময় আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সলির ওয়াসিম উদ্দিন চৌধুরী, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জাফর আহমেদ সাদেক এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স চট্টগ্রামের উপদেষ্টা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেওয়ান মাকসুদ আহমেদসহ অনেকে।

 

afroza/shimul