খুলনা সংবাদদাতা: দেশের বিভাগীয় শহরে অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ হবে। এই হাসপাতালগুলোতে সারাদেশের মানুষ চিকিৎসা হবে। চিকিৎসার জন্য আর বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী, জাহিদ মালিক।
আজ বুধবার (৯ ই নভেম্বর) দুপুরে খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী আরো বলেন, দেশে ডেঙ্গু চিকিৎসাতে কোন ঘাটতি নেই। ডেঙ্গু রোগী যাতে না বাড়ে সেদিকে নজর দিতে হবে বলেও জানান তিনি।
এর আগে তিনি খুলনা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। এছাড়া খুলনার একটি অভিজাত হোটেলে বিভাগের সব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্বাস্থ্যমন্ত্রী।
kanij/shimul