ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে ছাদের পলেস্তারা খসে পড়ে তিনজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১০ই নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সুমি নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। অপর দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার মাজহারুল ইসলাম জানান, সকালে হঠাৎ করে মহিলা ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে পড়ে। এসময় তিনজন আহত হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জাননো হয়েছে।
kanij/Bodiar