ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ-সুবিধার প্রশংসা জাতিসংঘের

প্রকাশিত: ১১-১১-২০২২ ০১:০৭

আপডেট: ১১-১১-২০২২ ০১:০৭

নিজস্ব প্রতিবেদক: ভাসানচরে রোহিঙ্গাদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধার প্রশংসা করেছে জাতিসংঘ। ভাসানচরে ৪০তম জাতীয় টাস্ক  ফোর্সের সভায় এই প্রশংসা করেন জাতিসংঘের প্রতিনিধি। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় টাস্ক ফোর্সের সদস্য হিসেবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের প্রকল্প পরিচালকসহ বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, সংস্থার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রতিনিধিরা সশরীরে ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। 

সভায় ভাসানচরে বাস্তবায়িত উন্নয়নের প্রশংসা করা হয়, যা ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও ভাসানচরের স্থায়িত্ব প্রমাণ করেছে। এছাড়া কক্সবাজার এবং ভাসানচরে অবস্থানরত বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মানবিক সহায়তার বিভিন্ন দিক নিয়েও সভায় আলোচনা হয়েছে। 

এতে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মিয়ানমারে টেকসই প্রত্যাবাসন এই সমস্যার একমাত্র সমাধান।

 

KFA/shimul