জয়পুরহাট সংবাদদাতা: শীত মৌসুমকে ঘিরে লেপ-তোষক তৈরি ও বেচাকেনায় ব্যস্ত সময় পার করছেন, জয়পুরহাটের দোকানী ও কারিগররা। জেলার কয়েকশ’ দক্ষ কারিগর এই পেশায় যুক্ত রয়েছে। শীত মৌসুমে লেপ-তোষক তৈরি করে বাড়তি আয় করেন তারা।
উত্তরাঞ্চলের ছোট জেলা ‘জয়পুরহাট’। শীত মৌসুমে এই অঞ্চলে তুলনামূলক শীতের প্রভাব বেশি থাকে। শীত মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে জেলার বিভিন্ন হাট-বাজারে এখন বসেছে নানা রকমের তুলা ও লেপ-তোষকের দোকান। আর নতুন লেপ-তোষক তৈরিতে ব্যস্ত এখানকার কারিগররা। তবে গত মৌসুমের চেয়ে এবার দাম কিছুটা বেশি বলে অভিযোগ করেছেন ক্রেতারা।
শীতের দুই থেকে তিন মাস দোকানগুলোতে কাজ ও বেচাকেনা হয় বেশি। তবে তুলাসহ আনুষাঙ্গিক জিনিসপত্রের দাম বেশি হওয়ায় লেপ-তোষকের মূল্য একটু চড়া বলে জানালেন, এখানকার দোকানি ও কারিগররা।
কারিগরদের অনেকেই শীত মৌসুম শেষে বেকার হয়ে পড়েন, আবার কেউ কেউ চলে যান অন্য পেশায়। দক্ষ এই কারিগরদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন বিসিকের উপ-ব্যবস্থাপক লিটন কুমার দাস।
এখানকার দক্ষ কারিগরদের জনসম্পদে পরিণত করার দাবি জয়পুরহাটবাসীর।
kanij/sharif