বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের নাগেরবাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানু ভূঁইয়া নিহত হয়েছে। শুক্রবার (১১ই নভেম্বর) রাতে শহরতলীর নাগেরবাজার এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে তানু ভূঁইয়া শহরের নিজ বাড়ির সামনে বের হয়েছিল। এসময় তিন চারজন দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। এলাকাবাসী গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত জব্দ করে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
MBK/habib