অনলাইন ডেস্ক: প্রথমবারের মতো শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্র“পের স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এসিই’র পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হয়েছে ফ্রাঞ্চাইজ ভিত্তিক হকি টুর্নামেন্ট। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে এই ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’র ম্যাচগুলো। এবার এতে জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খানকে আমন্ত্রণ জানানো হয়েছে ।
শনিবার (১২ই নভেম্বর) সন্ধ্যা সাতটায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচে উপস্থিত থাকবেন এই তারকা।
তাহসান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ মাঠে বসে উপভোগ করবনে। সেই সাথে খেলার মাঝে আড্ডা ও ফান গেমেও অংশ নিবেন তিনি।
এর আগে গেল ২৮শে অক্টোবর থেকে শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি হকি লিগ ‘হকি চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশ’। টুর্নামেন্টটিতে মাঠে হাজির হন সময়ের আলোচিত শোবিজ তারকারা। মজার ছলে তারা হকিস্টিক আর বল নিয়ে মাঠেও নামছেন।
FR/habib