নিজস্ব প্রতিবেদক: প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আমিনুল ইসলাম নামে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, পিবিআই। রাজধানীর পল্লবী থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (১২ই নভেম্বর) সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই’র বিশেষ পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, চক্রটি প্রথমে সহজ সরল মানুষদের টার্গেট করে। পরে তাদের বাড়ি বা ভবনের ছাদে মোবাইল টাওয়ার স্থাপনের প্রলোভন দেখায়। পরে বিশ্বাস অর্জন করে বিভিন্ন ব্যবসায় অর্থ বিনিয়োগের ফাঁদে ফেলে ভুঁয়া কাগজপত্র করে টাকা হাতিয়ে নেয়।
এই চক্র জিরাবো ও এর আশেপাশের এলাকায় সক্রিয় বলে জানান তিনি। তাদের সদস্য দশ জনের বেশি। গত ৭ বছর ধরে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে অর্থ হাতিয়ে আসছে চক্রের সদস্যরা।
পিবিআই জানায়, এখন পর্যন্ত কত জনের সাথে প্রতারণা করেছে আর কত কোটি টাকা হাতিয়ে নিয়েছে তা জানতে গ্রেফতার আসামিকে রিমান্ডে নেয়া হয়েছে। এর আগেও তাকে একবার গ্রেফতার করা হয়েছিল।
Rakib/habib