বান্দরবানে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরো বাড়ল

প্রকাশিত: ১২-১১-২০২২ ১৯:১৪

আপডেট: ১২-১১-২০২২ ১৯:১৪

বান্দরবান সংবাদদাতা : নিরাপত্তার কারণে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আগামী ১৬ই নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। 

শনিবার (১২ই নভেম্বর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি এক গণবিজ্ঞপ্তি জারি করে নিষেধাজ্ঞা বাড়ানোর কথা জানিয়েছেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান সেনা রিজিয়ন সদর দপ্তরের ১২ নভেম্বরের চিঠির আলোকে তিনটি উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা ১৬ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো। জনস্বার্থে ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

৮ নভেম্বর জারি করা পঞ্চম দফা নিষেধাজ্ঞা আজ শনিবার শেষ হওয়ার কথা ছিল।

 

Priyonty/Bodiar