আন্তর্জাতিক ডেস্ক: টানা বৃষ্টিতে বিপর্যন্ত ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর জনজীবন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে শুক্রবার থেকে বৃষ্টিতে অনেক শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। রাস্তাঘাট, ঘরবাড়ি পানিতে তলিয়ে থাকায় দুর্ভোগে পড়েছে মানুষ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কয়েকটি শহরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছে রাজ্য সরকার। এদিকে, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ টোঙ্গায় শক্তিশালী ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের তামিলনাড়ু। রাজধানী চেন্নাইসহ বিভিন্ন শহরে শুক্রবার থেকে বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৬৮ মিলিমিটারের বৃষ্টিতে তলিয়েছে অনেক শহর, ঘরবাড়ি। চরম দুর্ভোগে পড়েছে মানুষ। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, আরও তিনদিন ভারী হতে পারে। এতে রাজ্যের চার জেলায় রেড এলার্ট জারি করেছে প্রশাসন। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।
দুর্যোগের কারণে রাজধানী চেন্নাইতে ১শ‘ ৬৯টি এবং বিভিন্ন শহরে ৫ হাজার ৯৩টি ত্রাণ শিবির খুলেছে কর্তৃপক্ষ। শহর থেকে দ্রুত পানি নিষ্কাশনের জন্য নয়শ পাম্প এবং দুর্যোগ মোকাবেলায় দুই হাজারের বেশি ত্রাণকর্মী প্রস্তুত রয়েছে।
এদিকে, শক্তিশালী হারিকেন ‘নিকোল’এর প্রভাবে যুক্তরাষ্ট্রের জর্জিয়া, নিউইয়র্কসহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হয়েছে। এর আগে ফ্লোরিডায় হারিকেনের তা-বে ৫ জনের প্রাণহানির খবর মিলেছে। লন্ডভন্ড হয়েছে বাহামা দ্বীপপুঞ্জ এবং ফ্লোরিডার একাংশ।
অন্যদিকে, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ টোঙ্গায় শুক্রবার ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে, এখনও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জারি করা হয়েছে সুনামির সতর্কতা। পাশাপাশি স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
AAJ/Bodiar