মেলবোর্নের মাঠে পাকিস্তান সমর্থক বেশি

প্রকাশিত: ১৩-১১-২০২২ ১৫:৫৫

আপডেট: ১৩-১১-২০২২ ১৫:৫৫

অস্ট্রেলিয়ার মেলবোর্ন  থেকে এম.এম.সুমন: মেলবোর্নের আকাশে মেঘের উপস্থিতি থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে দর্শকদের মাঠে আসা আটকে থাকেনি। মেলবোর্নে আসরের ফাইনালে ইংল্যান্ড ও পাকিস্তানের সমর্থকরা নিজেদের দলের জয়ের ব্যাপারে আশাবাদী। তবে মাঠে ইংলিশ সমর্থকদের তুলনায় ফাইনালে পাকিস্তানী সমর্থকদের উপস্থিতি বেশি। 

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের বাইরের চিত্র দেখে বোঝার উপায় নেই পাকিস্তান ক্রিকেট দল ম্যাচ খেলছে অস্ট্রেলিয়ায়। পাকিস্তানী দর্শকরা ফাইনালের উন্মদনায় এতটাই বুঁদ হয়ে আছে যে, তাদের দেখে মনে হচ্ছে খেলা হচ্ছে লাহোর কিংবা করাচিতে। 

স্থানীয় সময় দুপুরের পর থেকেই দর্শকরা জার্সি গায়ে পতাকা হাতে ইয়ারা নদীর পাড়ের মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে উপস্থিত হতে থাকে। শিশু থেকে শুরু করে সব বয়সী পাকিস্তানী সমর্থকরাই মাঠে এসেছেন ফাইনাল দেখতে। 

পাকিস্তানী দর্শকদের তুলনায় ফাইনালে ইংল্যান্ডের সমর্থকদের সংখ্যা খুব বেশি ছিলো না। পাকিস্তানের মতো দলবেধে তারা উৎসব করতে করতে ইংলিশরা মাঠে না এলেও, যারা এসেছেন তারা সবাই দলের জয়ে আশাবাদী। ফাইনালে বৃষ্টির চোখ রাঙানি থাকলেও, দর্শকরা একটি উপভোগ্য ম্যাচ দেখতে চান ২২ গজে। 

SMS/sharif