ক্রীড়া ডেস্ক: ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ছিলো ইংল্যান্ড। তাও আবার ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। প্রায় ৩০ বছর আগের সমীকরণে ক্রিকেটবোদ্ধাদের বিশ্লেষণ ছিলো ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপও উঠবে পাকিস্তানের হাতে। তবে স্বপ্ন ধরা দিয়েও যেন ধরা দিলো না পাকিস্তানের। আর ইংল্যান্ড নিয়ে ফেললো সেদিনের হারের প্রতিশোধ।
বাবর আজম কি ইমরান খান হবেন? এমন কথাও এসেছে। সংবাদ সম্মেলনের ভরা মজলিসে বাবরকে জানানো হয়েছে, ‘ফতেহ আজম’ বা জয়ী নেতা থেকে এক ধাপ দূরে দাঁড়িয়ে তিনি। সুনীল গাভাস্কারতো বলেই দিয়েছেন ২০৬০ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন বাবর আজম।
কিন্তু সব সমীকরণ যেন উলটপালট হয়ে গেলো রোববার (১৩ই নভেম্বর) সন্ধ্যায়। ক্রিকেট আনপ্রেডিক্টেবল গেইম তা যেন আবারও প্রমাণ হলো। সব বিশ্লেষণকে পেছনে ফেলে শিরোপার মুকুট গেলো ইংল্যান্ডের কাছে। ১৯৯২ বিশ্বকাপে শিরোপা ইমরানের হাতে ধরা দিলেও ২০২২ বিশ্বকাপ বাবর আজমের কাছ থেকে যেন ফসকে গেলো। আর বেন স্টোকসের নাটকীয় এক ইনিংসে ১৯৯২ সালের বদলা নিল ইংলিশরা। মাথায় পরলো বিশ্বসেরার মুকুট।
Mustafiz/sharif