বাংলাদেশকে ২৭শ' কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

প্রকাশিত: ১৩-১১-২০২২ ২১:৪৯

আপডেট: ২৭-১১-২০২২ ১৬:২৫

নিজস্ব প্রতিবেদক: বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২ হাজার ৬৭৫ কোটি টাকা। আজ রোববার (১৩ই নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সফররত বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। 

বৈঠক শেষে ইআরডি জানায়, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাংকের কাছ থেকে ১ বিলিয়ন ডলার ঋণ চেয়েছিল বাংলাদেশ। এরই পরিপ্রেক্ষিতে প্রথম দফায় ২৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক। বাকি ৭৫ কোটি ডলার কিস্তিতে দেবে আন্তর্জাতিক সংস্থাটি।

বিশ্বব্যাংকের এই ঋণ পাঁচ বছরের রেয়াতকালসহ ৩০ বছরে ২ শতাংশ সুদসহ পরিশোধ করতে হবে। গ্রিড ডিপিসি সিরিজের আওতায় এ ঋণ দেবে সংস্থাটি। দুই বছরের মধ্যে বাকি ৭৫ কোটি ডলার দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন মার্টিন রাইজার।

rocky/sharif