ঠাকুরগাঁও সংবাদদাতা: প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হয়ে উঠায় পরিবর্তন এসেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি নারীদের জীবনযাপনে। পরিবারের চাহিদা মেটাতে তারা কারিগরী দক্ষতা অর্জন করেছেন। সম্পৃক্ত হচ্ছেন নানান পেশায়। বেসরকারি সংগঠন ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন এর সহযোগিতায় ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় আদিবাসী নারীরা প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়ে উঠছেন। সম্প্রতি তাঁতযন্ত্র পাপোশ তৈরির উপর উদ্যোক্তা হিসেবে সাফল্য পেয়েছেন, উপজেলার দশ নারী।
ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার পিছিয়ে থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের জীবন আস্তে আস্তে বদলাচ্ছে। পরিবারের অর্থনৈতিক চাহিদা পূরণে পুরুষের পাশাপাশি কাজ করছেন নারীরা। ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় ইকো সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের প্রেমদীপ প্রকল্প থেকে প্রশিক্ষণ নিয়েছেন স্থানীয় বেশ ক’জন নারী। শুরু করেছেন নিজ বাড়িতে পাপোশ তৈরির কাজ। চাহিদা থাকায় বিক্রিও হচ্ছে ভালো। সংসারে ফিরেছে স্বচ্ছলতা। হয়েছেন স্বাবলম্বী। প্রতিদিন ১০-১৫টি পাপোশ বানিয়ে ভালো আয় করছেন বলে জানান উদ্যোক্তারা।
নারীরা যাতে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সেজন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন, প্রেমদীপ প্রকল্পের কর্মকর্তা।
সরকারি সহযোগিতা পেলে আগামীতে এই ব্যবসা আরো এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছেন উদ্যোক্তরা।
sanjida/shimul