আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুলে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে আরো ৮১ জন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
শহরটির গভর্নর আলি ইয়েরলিকায়া জানিয়েছেন, রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে ইস্তাম্বুলের ইস্তিকলাল এভিন্যু এলাকার এ বিস্ফোরণ ঘটেছে। এটি শুধু বিস্ফোরণ নাকি কোনো বোমা হামলা তা এখনো স্পষ্ট করে জানা যায়নি। এখন পর্যন্ত জনবহুল এ এলাকার বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি।
তবে এই ঘটনাকে ‘নিষ্ঠুর হামলা’ বলে অভিহিত করে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, এটি সন্ত্রাসী হামলা হতে পারে। ঘটনার তদন্ত করে দ্রুত অপরাধীকে শনাক্ত ও বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
munia/shimul