নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় অবস্থায় আছে, নগদ অর্থের কোনো সংকট নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক জি এম আবুল কালাম আজাদ। সোমবার (১৪ই নভেম্বর) বিকেলে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
আবুল কালাম আজাদ বলেন, তারল্য পরিস্থিতি নিয়ে ব্যাংকগুলোর সকল ব্যবস্থাপনা পরিচালকদের সতর্কবার্তা দেয়া হয়েছে। ব্যাংকগুলোতে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদে আছে। দেশের ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই। বর্তমানে এক লাখ ৬৯ হাজার ৫৮৬ কোটি টাকার অতিরিক্ত তারল্য রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব নিয়ে জনগণকে আতংকিত না হওয়ার পরামর্শ দেন বাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন এই কর্মকর্তা।
rocky/sat