রংপুর সংবাদদাতা: রংপুরে ছুরিকাঘাতে আইনজীবী আসাদুল হক হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছ আদালত। এছাড়া তাদের সহযোগী নারী আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়।
সোমবার (১৪ই নভেম্বর) দুপুরে এ রায় প্রদান করেন রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১ এর বিচারক হাসান মাহমুদুল ইসলাম। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বার আউলিয়া এলাকার রতন মিয়া ও খোদ্দ তামফাট এলাকার সাইফুল ইসলাম। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হলেন- মোরশেদা বেগম।
জানা গেছে, ২০২০ সালের ৫ই জুন আইনজীবী আসাদুল হকের স্ত্রী ছেলে-মেয়েসহ স্বজনরা মিঠাপুকুরে গ্রামের বাড়িতে বেড়াতে যান। এসময় বাসায় প্রবেশ করে আসাদুল হককে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জনগণ রতনকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাসহ আটক করে পুলিশে সোর্পদ করে।
এ ঘটনায় নিহতের ছোট মেয়ে আরফিন নাহার অংকন বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি সিআইডি পুলিশকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। তদন্ত শেষে আসামি রতন, সাইফুল ইসলাম ও মোরশেদা বেগমের নামে আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলায় ২৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে রতন ও সাইফুল ইসলামকে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুঁলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন। মোরশেদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। সেই সাথে মামলার তদন্তে গাফিলতি করার অভিযোগে পুলিশ পরিদর্শক (তদন্ত) বর্তমানে রংপুর মেট্রোপলিটান পশুরাম থানার ওসি রবিউল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সদর দপ্তরকে নির্দেশ দিয়েছে আদালত।
Mustafiz/Bodiar