আ.লীগের সম্মেলন শান্তিপূর্ণভাবে হচ্ছে- কাদের

প্রকাশিত: ১৫-১১-২০২২ ১৫:২৪

আপডেট: ১৫-১১-২০২২ ২১:০২

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সম্মেলন শান্তিপূর্ণভাবে হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সুনামগঞ্জের দিরাই উপজেলায় আওয়ামী লীগের সম্মেলনে কোনো সংঘর্ষ হয়নি।

আজ মঙ্গলবার (১৫ই নভেম্বর) সকালে বনানীর বিআরটিএ সদরদপ্তর কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৯তম সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের জানান, সুনামগঞ্জে যিনি মারা গেছেন তিনি স্ট্রোক করেছিলেন। সম্মেলনের সাথে তার মৃত্যুর কোন সম্পর্ক নেই।

এসময় 'বন্ধু' সম্বোধন করে দেশের গণমাধ্যমকর্মীদের আওয়ামী লীগ সম্পর্কে মিথ্যা খবর প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

উল্লেখ্য, সোমবার (১৪ই নভেম্বর) সুনামগঞ্জের দিরাইতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২০ জন আহতের খবর প্রচার হয়েছে গণমাধ্যমে।

Mukta/sharif