'সংকট কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ'

প্রকাশিত: ১৫-১১-২০২২ ২১:৫৫

আপডেট: ১৫-১১-২০২২ ২১:৫৫

দিনাজপুর সংবাদদাতা: করোনা পরিস্থিতির কারনে সারাবিশ্ব সংকটে পড়েছিলো। সেই সংকট কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ বলে জানিয়েছেন, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি ।  

আজ মঙ্গলবার (১৫ ই নভেম্বর) বিকেলে দিনাজপুরের সেতাবগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পঞ্চম মেয়র কাপ ফুটবল টুর্ণামেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

এসময় তিনি বলেন, ক্রীড়াঙ্গনেও বিশ্বের কাছে মাথা উুঁচু করে দাঁড়াচ্ছে বাংলাদেশ। চৌদ্দ বছর আগে দেশে ক্রীড়াঙ্গনের কোন চর্চা ছিলো না। জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদকে আচ্ছন্ন ছিলো দেশ। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে এদেশের ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করেছে। এই সরকার ক্রীড়া বান্ধব সরকার।

সেতাবগঞ্জ পৌরসভার আয়োজনে এবং বোচাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এই টুর্ণামেন্টে দেশের উত্তরাঞ্চলের ৮টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় রাজশাহী কিশোর ফুটবল একাডেমীকে টাইব্রেকারে পরাজিত করে রংপুরের পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব।

সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক আফছার আলী প্রমুখ।  

 

afroza/shimul