চট্টগ্রাম প্রতিবেদক: চাকরি হারানো দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা শরীফ উদ্দিন যোগ দিচ্ছেন একটি বেসরকারি ভেটেরিনারি মেডিসিন ফার্মে। প্রতিষ্ঠানটির হেড অব টেকনোলজিস্ট পদে নিয়োগ পেয়েছেন তিনি। আজ বুধবার (১৬ই নভেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন শরীফ উদ্দিন।
তিনি জানান, যেহেতু আমি ভেটেরিনারি চিকিৎসক। এ প্রতিষ্ঠানে যোগ দিলে আমার পুরোনো পেশায় ফেরার সুযোগ তৈরি হবে। এজন্য আমি ভেটেরিনারি ওষুধ কোম্পানিতে কাজ করার সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, দায়িত্বরত অবস্থায় কক্সবাজারে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেয়া, সরকারি প্রকল্পে ভূমি অধিগ্রহণে দুর্নীতি, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে দুর্নীতিসহ নানা স্পর্শকাতর বিষয়ে অনুসন্ধান ও মামলা করে আলোচিত হন দুদকের তৎকালীন সহকারী পরিচালক শরীফ উদ্দিন। চলতি বছরের ১৬ই ফেব্রুয়ারি তাকে চাকরি থেকে অপসারণ করে দুদক। এরপর নানা সরকারি-বেসরকারি সংস্থায় চাকরির চেষ্টা করে ব্যর্থ হন তিনি। একপর্যায়ে জীবিকার তাগিদে বড় ভাইয়ের পরামর্শে তিনি দোকান পরিচালনার দায়িত্ব নেন।
Mustafiz/shimul