জনগণ ফুঁসে উঠতে শুরু করেছে : ফখরুল

প্রকাশিত: ১৬-১১-২০২২ ১৯:১৬

আপডেট: ১৬-১১-২০২২ ২২:৩৮

নিজস্ব প্রতিবেদক: জনগণ বর্তমান সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠতে শুরু করেছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলনের মাধ্যমেই ক্ষমতাসীনদের পতন ঘটানো হবে। বিরোধীদের আন্দোলন দমাতে সরকার আবারও গায়েবি মামলার আশ্রয় নিচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। এদিকে, বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, আগামী মাসেই আন্দোলন নতুন রূপ পাবে। 

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র নেতারা। 

এসময় বিএনপি’র ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, চলমান আন্দোলন সামনে আরও তীব্র হবে। লক্ষ্য অর্জনে এগিয়ে যাবে বিএনপি, কোন বাধা মানবে না। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে এক কঠিন লড়াই চলছে। মিথ্যা মামলা দিয়ে একে রোখা যাবেনা।

কে কী বলছে সেদিকে কান না দিয়ে দলীয় লক্ষ্য অর্জনে নেতাকর্মীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। 

 

 

rocky/shimul