নিজস্ব প্রতিবেদক: সড়ক-মহাসড়কে নিবন্ধনহীন সিএনজি অটোরিকশা ও থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে সিলেট বিভাগের কয়েক জেলায় ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন মালিক সমিতির নেতারা।
আগামীকাল শুক্রবার ও শনিবার দুদিন মৌলভীবাজারে বাস চলাচল বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ পরিবহন মালিক সমিতি সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ। তিনি বলেন, সিলেটে ১৯শে নভেম্বর সকাল ৬টা থেকে ২০শে নভেম্বর সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টা বাস বন্ধ থাকবে।
সিলেটের ধর্মঘটকে সমর্থন জানিয়ে মৌলভীবাজার ও হবিগঞ্জেও পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে বলে জানানো হয়েছে। এ সময় হবিগঞ্জে বাস মালিক নেতারা দাবি আদায় না হওয়া পর্যন্ত সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছ। সড়কে নৈরাজ্য বন্ধ ও বিশৃঙ্খলা বন্ধে এই ধর্মঘট বলে জানিয়েছে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা।
এর আগেও খুলনা, বরিশাল, ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশের আগে ও পরে বিভিন্ন কারণ দেখিয়ে বাস ধর্মঘট দেয়া হয়েছে।
উল্লেখ্য খালেদা জিয়ার মুক্তিসহ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১৯শে নভেম্বর সিলেটে বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। পূর্বঘোষিত এই কর্মসূচি বানচালে পরিকল্পিত বাস ধর্মঘট বলে দাবি করেছে দলটি।
afroza/shimul