নিজস্ব প্রতিবেদক: জামায়াতের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি’সহ মুক্তিযুদ্ধবিরোধী রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন না দেয়ার দাবি জানিয়েছে একাত্তরে শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম ‘৭১।
আজ বৃহস্পতিবার (১৭ই নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপি দেয় প্রজন্ম ‘৭১।
সংগঠনের সভাপতি আসিফ মুনীর বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। এদের মধ্যে অনেক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জামায়াতে ইসলামীর যোগসূত্র আছে। জামায়াত প্রকাশ্য রাজনীতিতে নামার দুরভিসন্ধি নিয়ে ভিন্ন নামে নিবন্ধন করার এই উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ জানান প্রজন্ম ‘৭১ এর নেতারা।
Azmi/Bodiar