শেরপুর সংবাদদাতা: বিএনপি যোগ-বিয়োগের হিসাব বোঝে না, রিজার্ভের হিসাব বুঝবে কি করে? এমনটাই মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধূরী।
আজ বৃহস্পতিবার (১৭ই নভেম্বর) শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে ফেরার পথে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির সমাবেশকে নিয়ে গাড়ি বন্ধ সরকার করে না, এটা বাস মালিক সমিতির সিদ্ধান্ত।
এর আগে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন মঞ্চে তিনি বলেন, জিয়া যে কলম দিয়ে সংবিধানে বিসমিল্লাহ লিখেছে, সে কলম দিয়েই সে বার ও মদের লাইসেন্স দিয়েছে।
খালেদা জিয়া প্রসঙ্গে তিনি বলেন, যে ইন্টারনেট সংযোগ দিয়ে বেগম জিয়া তাঁর ছেলের সাথে কথা বলেন, তা শেখ হাসিনা দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধূরী নাদেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
lamia/Bodiar