ক্রীড়া ডেস্ক: আর্জেন্টিনার ২৬ সদস্যের দলে থাকা হোয়াকিন কোরেয়া এবং নিকোলাস গঞ্জালেজ ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল শিরোপার অন্যতম দাবিদার আর্জেন্টিনা। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন দুই তারকা।
আরব আমিরাতের বিপক্ষে সময় পেশিতে চোট পেয়েছিলেন নিকোলাস গঞ্জালেজ। তার জায়গায় দলে ডাকা হয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার অ্যাঞ্জেল কোরেয়াকে। এএফএ আরো জানায়, অনুশীলনের সময় চোট পেয়েছেন স্ট্রাইকার হোয়াকিন কোরেয়া। তার জায়গায় নতুন একজনকে দলে নেওয়া হবে।
আর্জেন্টিনা সিলেকশন কমিটি জানিয়েছে, হোয়াকিনের জায়গায় দলে আসছেন থিয়াগো আলমাডা। যুক্তরাষ্ট্রের ক্লাব আটলান্টা ইউনাইটেডের এই তারকা এ মৌসুমে ১২ গোল করে সবার আসেন আসেন। হোয়াকিনের ইনজুরিতে ভাগ্য খুলেছে তার।
এদিকে, আর্জেন্টিনার বিশ্বকাপ দলে থাকা ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো, ফরোয়ার্ড আলেজান্দ্রো গোমেজ এবং পাওলো দিবালার ফিটনেস নিয়েও রয়েছে সমস্যা। বুধবার আর্জেন্টিনার শেষ প্রস্তুতি ম্যাচ থেকে বাদ পড়েছিলেন এই তিনজন।
rocky/sharif