ক্রীড়া ডেস্ক: আর ক'দিন বাদেই পর্দা উঠবে গ্রেটেষ্ট শো অন আর্থ মানে 'ফুটবল বিশ্বকাপের'। এবার কাতারে অনুষ্ঠিত হচ্ছে ফুটবল মহাযজ্ঞের ২২তম আসর। যেখানে মাঠে নামবে ৩২টি দেশের তারকা ফুটবলাররা। যারা পায়ের জাদুতে মুগ্ধ করবেন অগণিত ভক্ত ও সমর্থকদের। আর সে স্বপ্নে বুঁদ হয়ে আছেন বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমী।
বিশ্বকাপ মানে যেমন নতুনের আগমন, তেমনি পুরাতনদেও বিদায়। কেউ পায়ের জাদুতে ঝড় তুলবেন বিশ্বমঞ্চে আবার থেমে যাবে অনেকের পা। যাদের আর কখনোই দেখা যাবে না বিশ্ব ফুটবলের মঞ্চে। তো চলুন জেনে এবার কোন তারকাদের শেষ বিশ্বকাপ।
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তিন তারকারই এবার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। ২০০৬ সালে বিশ্বকাপে অভিষেক হওয়া আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসির বয়স এখন ৩৪। এই তারকা জানিয়েছেন কাতারেই তার শেষ বিশ্বকাপ। তবে এ তারকা ফুটবল থেকে বিদায় নিচ্ছেন না এখনই।
মেসির চেয়ে বয়সে বড় হলেও একই আসরে অভিষেক হয় পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোানালদোর। ৩৭ বছরের এই তারকার এটাই শেষ বিশ্বকাপ তাতে কোনো সন্দেহ নেই। খুব সম্ভবত বিশ্বকাপের পরই অবসরে যাবেন তিনি।
মেসির চয়ে চার বছরের ছোট হলেও ইতোমধ্যেই নেইমার জুনিয়র জানিয়েছেন ভবিষ্যতে বিশ্বমঞ্চে আর দেখা যাবে না তাকে। তিন বিশ্বকাপে ৬ গোল করা নেইমার তার ক্যারিয়ার থামাতে চান এখানেই আর্জেন্টিনার আরেক তারকা ডি মারিয়ার বয়স এখন ৩৩। কোনো সন্দেহ নেই এটিই তার শেষ বিশ্বকাপ।
জার্মানির গোালমেশিন থমাস মুলারের বিশ্বকাপ অভিষেক ২০১০ সালে। সেবার সর্বোচ্চ গোল করে সবাইকে চমকে দেওয়া মুলার কাতার বিশ্বকাপের পরই যাচ্ছেন অবসরে।
এডিনসন কাভানি ও লুইস সুয়ারেজের বিশ্বকাপ অভিষেক একসাথে ২০১০ সালে। ৩৫ বছর বয়সী এই দুই তারকা বিশ্বকাপ ফুটবলকেও বিদায় জানাচ্ছেন একসাথেই।
ক্যারিয়ারে কেবল এশটিমাত্র বিশ্বকাপ খেলেছেন, কাতার বিশ্বকাপ হবে পোলিশ তারকা রবার্ট লেওয়ানডস্কির দ্বিতীয় ও শেষ বিশ্বকাপ। কারণ বয়সটা যে তার এখন ৩৫।
লুকা মদ্রিচের ক্যারিয়ার আরো চার বছর আগেই শেষ হওয়ার কথা। তবে বয়সকে হার মানিয়ে খেলে যাচ্ছেন তিনি। যদিও কাতারেই শেষ হচ্ছে তার দীর্ঘ ক্যারিয়ার।
স্পেনের মিডফিল্ডার সার্জিও বুসকেটস ও ডিফেন্ডার জর্দি আলবা শেষবার বিশ্বকাপের মঞ্চে নামছেন এবার। ২০১০ বিশ্বকাপজয়ী এই দুই তারকা কাতারেই শেষ করবেন নিজেদের ক্যারিয়ার।
ফুটবলকে বিদায় জানানোর জন্য প্রস্তুত ব্রাজিলের ৩৯ বছর বয়সী ডিফেন্ডার দানি আলভেজ ও ৩৮ বছরের থিয়াগো সিলভা।
নক্ষত্র পতনের দীর্ঘ এই সারিতে আছে জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার, ফ্রান্সের স্ট্রাইকার করিম বেনজেমা, বেলজিয়ামের এডেন হ্যাজার্ড, জার্মানির মিডফিল্ডার টনি ক্রুস, ওয়েলশের হয়ে প্রথমবার বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া গ্যারেথ বেল।
rocky/sharif