ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের আগে সবচেয়ে বড় ধাক্কাটা খেল আফ্রিকার চ্যাম্পিয়ন সেনেগান। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তাদের সেরা তারকা এবং মূল ভরসা সাদিও মানে।
সাদিও মানে চোট পেয়েছিলেন বিশ্বকাপের আগেই বায়ার্ন মিউনিখের হয়ে খেলতে নেমে। তবে এরপরও এই তারকাকে দলে রেখেই স্কোয়াড ঘোষণা করেন সেনেগাল কোচ। আশা ছিল বিশ্বকাপের আগেই সেরে উঠবেন সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড।
গত মঙ্গলবার জানানো হয় বিশ্বকাপের প্রথম ম্যাচ শুধু খেলতে পারবেন না মানে। গ্রুপ পর্বের পরের দুই ম্যাচে তাকে পাওয়া যাবে। তবে তার আর হলো না। বৃহস্পতিবার এমআরআই পরীক্ষা করানোর পর জানা গেল তার সার্জারি করানো লাগবে।
সার্জারির পর থাকতে হবে বিশ্রামে। আগামী দু'মাসের মধ্যে তাকে মাঠে পাওয়ার সম্ভাবনা নেই। এরপরই সেনেগাল জানায় মানে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। তার জায়গায় নতুন স্ট্রাইকারের নাম ঘোষণা করা হবে আজ।
rocky/sharif