খাসোগি হত্যা: সালমানকে দায়মুক্তি দিল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১৮-১১-২০২২ ১৬:৩৪

আপডেট: ১৮-১১-২০২২ ১৬:৩৪

আন্তর্জাতিক ডেস্ক: সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে দায়মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রশাসন। বাইডেন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রাউন প্রিন্স সালমান যেহেতু সৌদি আরবের প্রধানমন্ত্রী সে কারণে যুক্তরাষ্ট্রে তার কোনো ধরণের বিচার করা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নয়।

বার্তাসংস্থা রয়টার্স আজ (১৮ই নভেম্বর) এক প্রতিবেদনে জানাচ্ছে, জামাল খাগোসি হত্যাকাণ্ড নিয়ে এতোদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের একটি আদালতে মামলা চলছিল। সেই মামলার অভিযুক্তদের তালিকা থেকে এখন প্রিন্স সালমানের নাম এবার কেটে দেওয়া হবে। 

তবে প্রিন্স সালমানকে দায়মুক্তি দেওয়ার পর এর সমালোচনা করেছেন জামাল খাগোসির বাগদত্তা হাতিস চেঙ্গিজ। তিনি টুইটে বলেছেন, জামাল আজ আবারও মারা গেল। আমরা ভেবেছিলাম যুক্তরাষ্ট্রে হয়ত বিচারের আশার আলো দেখব। কিন্তু আবারও অর্থই জিতল।

প্রসঙ্গত ২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি দূতাবাসের ভেতর সৌদি ঘাতক দলের হাতে নিহত হন জামাল খাগোসি। হত্যার পর তার মরদেহ এসিড প্রয়োগ করে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের বিশ্বাস, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান নিজে এ হত্যাকাণ্ডের হুকুম দিয়েছিলেন।

Adnan/sharif