কাতার বিশ্বকাপে নেই যে তারকারা

প্রকাশিত: ১৮-১১-২০২২ ২০:৪৯

আপডেট: ১৮-১১-২০২২ ২১:১৪

ক্রীড়া ডেস্ক: আর মাত্র চার দিন বাকি। শুরু হতে যাচ্ছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’খ্যাত ফিফা বিশ্বকাপ। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্টেটি। এবারের ফিফা বিশ্বকাপ অনুপস্থিতি অনুভব করবে বেশ কিছু শীর্ষস্থানীয় খেলোয়াড়দের। যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ায় এবং কিছুক্ষেত্রে ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন তারা। 

গত কয়েক মাসের সবচেয়ে আলোচিত খেলোয়াড়, প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা, নরওয়ের এরলিং হ্যাল্যান্ড এবারের বিশ্বকাপ থেকে হারিয়ে যাওয়া সবচেয়ে বড় নাম। নরওয়ে তাদের বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপে নেদারল্যান্ডস এবং তুরস্কের পরে তৃতীয় স্থানে রয়েছে। 

লিভারপুলে একটি মাঝারি মৌসুম কাটিয়েছেন মিশরীয় ফুটবল তারকা মোহাম্মদ সালাহ্। দুঃখজনক হল মিশরীয় ফুটবল রাজা ঘর থেকেই বিশ্বকাপ দেখবেন কারণ তার দেশ টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। বাছাইপর্বের ম্যাচে সেনেগাল পেনাল্টিতে মিশরকে বাদ করে, যেখানে সালাহ্ একটি গুরুত্বপূর্ণ পেনাল্টি মিস করেন। সালাহকে এখন ২০২৬ সালের জন্য অপেক্ষা করতে হবে।

বাছাইপর্বে পোল্যান্ডের কাছে হারায় সুইডেনের ‘বারুদ’ স্ট্রাইকার ইব্রাহিমোভিচ  বঞ্চিত হবেন এবারের বিশ^কাপ থেকে। এসি মিলান তারকা তার এবারের ক্লাব মৌসুমে ইনজুরিতে পড়েন।

পল পগবা তার মেনিস্কাসের অস্ত্রোপচার ব্যর্থ হওয়ায় ছিটকে যাবেন বিশ্বকাপ থেকে। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে জুভেন্টাসে যোগ দেওয়ার পর ফরাসি তারকা একটি দুঃস্বপ্নের মরসুম কাটিয়েছেন।

ফরাসি স্কোয়াডের জন্য আরেকটি বিশাল ধাক্কা হবে মানব ইঞ্জিন এনগোলো কান্তের অনুপস্থিতি। 

দলের ফরোয়ার্ড ক্রিস্টোফার এনকুুকুও দলের শেষ প্রশিক্ষণ সেশনে চোট পান এবং বুধবার রান্ডাল কোলো মুয়ানিকে তার বিপরীতে দলে নেওয়া হয়।

ম্যানচেস্টার সিটির সাথে লিভারপুলের সংঘর্ষে ফরোয়ার্ড ডিয়েগো জোটা তার বাছুর পেশীতে আঘাত পান। চোটের কারণে জোটাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়েছিল। এ ঘটনায় ম্যানেজার জার্গেন ক্লপ সাথে সাথেই নিশ্চিত করেছিলেন যে জোটা বিশ্বকাপ মিস করবেন।

জার্মানির স্ট্রাইকার ওয়ার্নার চোটের সময় নিয়ে নিজেকে দুর্ভাগাই ভাববেন। চোটের কারণে বাদ না পড়লে জার্মান আক্রমণের নেতৃত্ব দিতে নিশ্চিত ছিলেন তিনি। তার জার্মান সতীর্থ বরুশিয়া ডর্টমুন্ডের মার্কো রেউসও অনুপস্থিত থাকবেন এবারের ফুটবল বিশ্বকাপে।

বিশ্বকাপে আর্জেন্টিনার একমাত্র উল্লেখযোগ্য অনুপস্থিতি হবে মিডফিল্ডার জিওভানি লো সেলসোর। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ভিলারিয়ালের হয়ে খেলার সময় চোট পাওয়ায় বিশ্বকাপ আসর থেকে ছিটকে যেতে হয়েছে এ তারকাকে।

সেনেগালের বিশ্বকাপ প্রস্তুতি দুমড়ে যায় যখন বৃহস্পতিবার গভীর রাতে খবর ছড়িয়ে পড়ে যে পায়ে চোটের কারণে তাদের দলে খেলতে পারবেন না ম্যানইউ তারকা সাদিও মানে। এই ফরোয়ার্ড সাদিও মানে বুন্দেসলিগায় পায়ের চোটের কারণে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন।

 

Prottay/Bodiar