যশোর সংবাদদাতা: যশোর বেনাপোলে ১ কেজি ৭শ’ ৪৯ গ্রাম ওজনের ১৫ পিস স্বর্ণের বারসহ ইমানুর রহমান নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
শুক্রবার (১৮ই নভেম্বর) বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর-পুটখালি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক বাইসাইকেল আরোহীর গতিরোধ করা হয়।
এসময় তার দেহ ও বাইসাইকেল তল্লাশি করে সিটের নিচ থেকে ১৫ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকা। পরে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে আটক যুবককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।
Sumyia/shimul