নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈশ্বিক মন্দা পরিস্থিতির মধ্যেও দেশের অর্থনৈতিক অবস্থা এখনো ভালো রয়েছে। মানুষের কল্যাণেই কাজ করে যাচ্ছে তাঁর সরকার। আজ রোববার (২০শে নভেম্বর) দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে অর্ধশত শিল্প ও বাণিজ্যিক অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করে এসব বলেন প্রধানমন্ত্রী। ফসলি জমি নষ্ট না করে শিল্প-কারখানা গড়ে তুলতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শিল্পস্থাপন, কর্মসংস্থান, উৎপাদন ও রফতানি বৃদ্ধি এবং বহুমুখীকরণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করতে দেশের অনুন্নত অঞ্চলসহ বেশ কিছু এলাকায় পরিকল্পিতভাবে একশ'টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। যার মধ্যে ২৮টি বর্তমানে উন্নয়নাধীন।
আজ রোববার (২০শে নভেম্বর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব অর্থনৈতিক অঞ্চলে ৫০টি শিল্প ও বাণিজ্যিক অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার শিল্প ও ব্যবসা-বান্ধব সরকার। তবে কৃষি উৎপাদনকেও সরকার গুরুত্বের সাথে দেখে। যত্রতত্র যাতে শিল্প-প্রতিষ্ঠান গড়ে না ওঠে সেজন্য সরকার পরিকল্পিতভাবে শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠান গড়ে তোলার পরিবেশ তৈরি করে দিয়েছে।
অথনৈতিক অঞ্চলে দেশি- বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। সরকারের ধারাবাহিকতা থাকায় দেশের উন্নয়ন হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক গতিশীলতা যাতে বজায় থাকে সেই লক্ষ্যে সকলকে কাজ করতে হবে।
উৎপাদন বাড়িয়ে বিদেশে পণ্য রপ্তানির পাশাপাশি দেশের মধ্যে বাজার তৈরি করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
BRS/sharif