নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দুরন্ত বিপ্লবকে হত্যা করা হয়নি। তিনি বুড়িগঙ্গায় একটি লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে মারা গেছেন। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতারের পর এসব তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
রোববার (২০শে নভেম্বর) দুপুরে, রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে সংস্থাটির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান জানান, বিপ্লবকে বহন করা নৌকা নদীর মাঝপথে আসলে মর্নিং সান নামে একটি লঞ্চ নৌকাটিকে ধাক্কা দেয়। এ সময় নৌকাডুবে গিয়ে তিনি মারা যান।
এর আগে ঘটনার ছায়া তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন-পিবিআই সিসিটিভি’র ফুটেজ প্রকাশ করে একই দাবি করে।
উল্লেখ্য, গত ৭ই নভেম্বর রাজধানী থেকে নিখোঁজ হন দুরন্ত বিপ্লব। এর পাঁচদিন পর নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি বিপ্লবের বলে নিশ্চিত করেন তার স্বজনরা।
Rakib/sharif