নিজস্ব প্রতিবেদক: পরিবর্তন চাইলে বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (২০শে নভেম্বর) রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, মুখে না বললেও অন্তরে রাজপথ দখলের ষড়যন্ত্র করছে বিএনপি। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হতে দেবে না আওয়ামী লীগ। আগুন নিয়ে খেলতে আসলে রাজনীতির মাঠে এর জবাব দেবে আওয়ামী লীগ।
সন্ত্রাসী জঙ্গিদের হাতে দেশের মানুষের শান্তি যেন নষ্ট না হয় তার জন্য দলীয় নেতা কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি, দুঃশাসন আর ভোট চুরির বিরুদ্ধে নির্বাচনে বিএনপির বিরুদ্ধে খেলা হবে। আগামী বছর বিজয়ের মাসে খেলা হবে।
তিনি বলেন, বিএনপি যতই অপপ্রচার করুক বাংলাদেশে ইনশাআল্লাহ দুর্ভিক্ষ হবে না। ফখরুল মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন মিথ্যাবাদী মানুষ। আবার ক্ষমতায় এলে বিএনপি বাংলাদেশ গিলে খাবে।
শান্তি সমাবেশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সিলেটে ৬ জেলার সমাবেশকেও হার মানিয়েছে উত্তরায় ৬ থানার সমাবেশ।
rocky/shimul