সৌদির বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

প্রকাশিত: ২১-১১-২০২২ ১৭:৩০

আপডেট: ২১-১১-২০২২ ১৭:৩০

ক্রীড়া ডেস্ক:  হট ফেবারিট আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে কাল মঙ্গলবার (২২শে নভেম্বর)। ‘সি’ গ্রুপে থাকা আর্জেন্টিনার প্রথম ম্যাচে প্রতিপক্ষ সৌদি আরব। বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে ম্যাচ।

ফিফা র‌্যাংকিংয়ে এই মুহূর্তে তিনে আছে আর্জেন্টিনা। সেখানে সৌদি আরবের অবস্থান ৫১। দুইদলের চারবারের দেখায় আর্জেন্টিনা জিতেছে দুইবার, বাকি দুই ম্যাচ ড্র হয়েছে। বোঝাই যাচ্ছে শক্তিতে কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের চাইতে বেশ পিছিয়ে সৌদি। 

তবে নিজেদের প্রথম ম্যাচের আগে আর্জেন্টিনার রণকৌশল এবং খেলোয়াড়দের ইনজুরি নিয়ে চলছে আলোচনা। সৌদি আরবের বিপক্ষে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ? এর কিছুটা আভাস মিলেছে দলটির প্রস্তুতি ম্যাচে। আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যমের যা খবর, সৌদি আরবের বিপক্ষে স্কালোনি দলকে খেলাবেন ৩-৪-৩ ফরমেশনে।

গোলবারের নিচে এমিলিয়ানো মার্তিনেজের থাকাটা নিশ্চিত। তাঁর সামনে থাকবে তিনজনের রক্ষণ প্রাচীর।

আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী সেন্টারব্যাক হিসেবে খেলবেন ক্রিস্তিয়ান রোমেরো। যদিও ইনজুরির কারণে শঙ্কা আছে তাকে নিয়ে। তাঁর বাঁ পাশে থাকবেন লেফটব্যাক নিকোলাস ওতামেন্দি আর রাইটব্যাক হিসেবে নাহুয়েল মলিনা।

মাঝমাঠ নামলাবেন মার্কোস আকুনিয়া, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস ও আলেক্সিস মাকআলিস্তার। আকুনিয়ার যেহেতু লেফটব্যাক হিসেবে খেলার অভিজ্ঞতাও আছে, তাই মাঝমাঠ থেকে তিন ডিফেন্ডারকে রক্ষণে সহায়তার ভূমিকায়ও দেখা যাবে তাঁকে।

আক্রমণভাগে বরাবরের মতো থাকবেন লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া ও লাউতারো মার্টিনেজ।

সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি

মিডফিল্ডার: মার্কোস আকুনিয়া, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস মাক আলিস্তার

ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া

‘সি’ গ্রুপে থাকা লিওনেল মেসির দলের প্রতিপক্ষ হিসেবে থাকা বাকি দুই হলো মেক্সিকো এবং পোল্যান্ড। ২৬শে নভেম্বর লিওনেল মেসিরা মাঠে নামবে মেক্সিকোর বিপক্ষে। ৩০শে নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ পোল্যান্ড।

rocky/sat