আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের সীমান্ত এলাকার একটি শহরে রকেট হামলায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ছয়জন। সিরিয়া থেকে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তুরস্ক। সোমবার তুরস্কের কারকামিস জেলায় এ হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, সোমবার সিরিয়া থেকে ছোড়া অন্তত পাঁচটি রকেট তুরস্কের কারকামিস জেলায় আঘাত হেনেছে। সেখানকার একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া একটি বেসামরিক স্থাপনা ও ট্রাকের ওপর আঘাত হেনেছে রকেট। এতে অন্তত তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
এর আগে, রোববারও সিরিয়া থেকে ছোড়া রকেট সীমান্ত ক্রসিংয়ে আঘাত হানলে তুরস্কের ছয় পুলিশ সদস্য এবং দুই সেনা আহত হন।
তুরস্কে বোমা হামলার জের ধরে রোববার সিরিয়ায় কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিটের অবস্থানে বিমান হামলা চালায় তুর্কি বাহিনী। ধারণা করা হচ্ছে এই হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে কুর্দিশ পিপলস।
rocky/sat