চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রাম ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে একটি অত্যাধুনিক কেমোথেরাপি ইউনিট স্থাপনের জন্য অনুদান দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স। সোমবার (২১শে নভেম্বর) চট্টগ্রাম মা-ও- শিশু হাসপাতালের ভবনে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক এম এ তাহের খান, সহসভাপতি সৈয়দ মোরশেদ হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড চট্টগ্রাম এর আঞ্চলিক প্রধান মোহাম্মদ জাহেদসহ আরো অনেকে।
এসময় তারা চট্টগ্রামে একটি আধুনিক ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতাল ২০২০ সালে চট্টগ্রামে একটি ১০০ শয্যা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল এবং গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। ক্যান্সার হাসপাতালটি স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তায় সমাজের সাধারণ মানুষের পাশাপাশি এগিয়ে আসে বিভিন্ন প্রতিষ্ঠানও।
Nishat/sat