ডিসেম্বরে ঢাকায় দেশসেরা ১৬টি ব্যান্ডের কনসার্ট

প্রকাশিত: ২২-১১-২০২২ ২২:৩৭

আপডেট: ২২-১১-২০২২ ২২:৩৭

বিনোদন ডেস্ক: ‘ব্যান্ড মিউজিক ডে’ উপলক্ষে আগামী দোসরা ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে বসছে দেশের সবচেয়ে বড় কনসার্ট। ‘বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২’ নামে এই কনসার্টে গাইবে ১৬টি জনপ্রিয় বাংলাদেশি ব্যান্ড।

বিশাল এই আয়োজনে পারফর্ম করবে ‘নগর বাউল’, ‘রেনেসাঁ’, ‘মাইলস’, ‘ওয়ারফেজ’, ‘অর্থহীন’, ‘আর্টসেল’, ‘ফিডব্যাক’, ‘সোলস’, ‘দলছুট’, ‘ভাইকিং’, ‘অবসকিওর’, ‘ক্রিপটিক ফেইট’, ‘শিরোনামহীন’, ‘মাকসুদ ও ঢাকা’, ‘পেন্টাগন’ ও ‘পাওয়ারসার্জ’।

মঙ্গলবার (২২শে নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন (বামবা) ও চ্যানেল আই কর্তৃপক্ষ।

জানা যায়, প্রায় ৯ বছর আগে কিংবদন্তি মিউজিশিয়ান আইয়ুব বাচ্চু চ্যানেল আই এর ব্যাবস্থপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের কাছে এবং দাবি করেন প্রতি বছর পহেলা ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে চ্যানেল আই প্রাঙ্গণে যেন কনসার্ট হয় এবং দিনটিকে যেন ‘ব্যান্ড মিউজিক ডে’ হিসেবে চিহ্নিত করা হয়। 

আইয়ুব বাচ্চুর এই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য গত ৯ বছর ধরে চ্যানেল আই প্রাঙ্গণে পহেলা ডিসেম্বর পালিত হচ্ছে ‘ব্যান্ড মিউজিক ডে এবং কনসার্ট’। এবার এই আয়োজনে যোগ দিয়েছে বামবা ও গান বাংলা। তাদেও আয়োজনে হচ্ছে ১৬ ব্যান্ডের অংশগ্রহণে কনসার্ট।

হামিন আহমেদ জানান, আমাদের ব্যান্ড সংগীতের কিংবদন্তী আইয়ুব বাচ্চুর স্বপ্নকে ধারণ করে চ্যানেল আইয়ের এমন মহৎ উদ্যোগের সঙ্গে প্রথমবার যুক্ত হয়ে বছরের সবচেয়ে বড় কনসার্ট আয়োজন করতে যাচ্ছে বামবা। আশা করি সবাই এমন উদ্যোগের পাশে থাকবেন। কনসার্ট উপভোগ করতে কিনতে হবে ৫০০ টাকার টিকিট।

rocky/sharif