দিনাজপুরে 'কাটিমন' আম চাষে সাফল্য

প্রকাশিত: ২৩-১১-২০২২ ০৮:২০

আপডেট: ২৩-১১-২০২২ ০৮:৩৩

দিনাজপুর সংবাদদাতা: বাণিজ্যিকভাবে ‘কাটিমন’ জাতের আমের বাগান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন দিনাজপুরের এক উদ্যোক্তা। এই আম বারোমাস চাষ করা যায়। ফলনও হয় সারাবছর। মৌসুম ছাড়াও অসময়ে কাটিমন আম উৎপাদন হওয়ায় লাভের পরিমাণও হয় বেশি। তাই নতুন জাতের এই আম চাষে অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন। এতে সব ধরণের সহযোগিতা করছে কৃষি বিভাগ। 

একই গাছে কোথাও মুকুল আবার কোথাও পাকা আম ঝুলছে থোকায় থোকায়। দিনাজপুরের বিরল উপজেলার লক্ষ্মীপুর গ্রামে বাণিজ্যিকভাবে কাটিমন আমের বাগান গড়ে তুলেছেন মমিনুল ইসলাম। তিন বছর আগে দুই একর জমিতে এই বাগান করেন তিনি। 

তার বাগানে ঝুলছে বিভিন্ন আকারের আম। এর মধ্যেই সংগ্রহ করতে শুরু করেছেন তিনি। প্রতি কেজি কাটিমন আম বিক্রি করছেন চারশ’ থেকে সাড়ে চারশো টাকায়। কাটিমন আম বারো মাসই ফলে। তই দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এর চাষাবাদ। 

কৃষি কর্মকর্তারা বললেন, দিনাজপুরের মাটি কাটিমন আমের জন্য বেশ উপযোগী। এই আমের বাগান তৈরিতে কৃষকদের সব ধরণের সহযোগিতাও করা হচ্ছে। দিনাজপুরের বিরল উপজেলায় মোট ৬ একর জমিতে কাটিমন আমের বাগান করা হয়েছে।

Kaniz/sharif