নিজস্ব প্রতিবেদক: ডলার সংকট কমাতে, কর বাড়িয়ে বিলাসবহুল পণ্য আমদানি নিরুৎসাহিত করায়, কাস্টমস থেকে রাজস্ব আয় কম হচ্ছে বলে জানিয়েছেন এনবিআর চেয়্যারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম।
তিনি জানান, আমদানির ডিউটি ফ্রি থেকেই রাজস্ব আয় বেশি পাওয়া যায়। তবে ব্যক্তিশ্রেণীর কর আশানুরুপ পাওয়া যাচ্ছে। বছর শেষে রাজস্ব আয়ের লক্ষ্য অর্জন সম্ভব বলেও আশাবাদী এনবিআর চেয়ারম্যান।
তিনি বলেন, লোকবলের অভাবে প্রতি বছরের মতো বড় পরিসরে মেলার আয়োজন করা হবে না। তবে প্রচার-প্রচারণার জন্য বিশেষ আয়োজন করার পরিকল্পনা করা হচ্ছে।
সকালে ঢাকা বিশ্বদ্যালয়ে দু’দিনের কর মেলা উদ্বাধন শেষে এসব কথা বলেন, আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম।
Tanzila/shimul