নারায়ণগঞ্জে সংবাদদাতা: নারায়ণগঞ্জের আড়াইহাজারে হোসেন আলী নামে এক নৈশপ্রহরীকে টর্চ লাইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে পালিয়ে গেছে আরেক নৈশপ্রহরী। আজ বুধবার (২৩শে নভেম্বর) ভোরে উপজেলার উচিৎপুরা বাজারে এ ঘটনা ঘটে। নিহত ৬০ বছর বয়সী হোসেন আলী আড়াইহাজারের দড়িকান্দি গ্রামের হাশিব মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হোসেন আলী ও পালিয়ে যাওয়া ছোট হোসেন আলী দীর্ঘদিন ধরে উচিৎপুরা বাজারে নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন। ভোর রাতে কোন বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট হোসেন আলী তার হাতে থাকা টর্চ লাইট দিয়ে অপর নৈশপ্রহরী হোসেন আলীকে মাথায় আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান।
পরে স্থানীয় বড় হোসেন আলীকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর পালিয়ে যায় ছোট হোসেন আলী।
আড়াইহাজার থানার ওসি আজিজুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পলাতক হোসেনকে আটকের চেষ্টা চলছে।
Laiza/shimul