নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রামের পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাকে এগিয়ে গেছে তা আর পেছনে যাবে না। তিনি বলেন, দেশের কৃষি, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা যেভাবে এগুচ্ছে সামনে তা আরও সম্প্রসারিত হবে।
চট্টগ্রামের পটিয়ায় আবাদযোগ্য পতিত জমি চাষের আওতায় আনয়নের লক্ষ্যে অনাবাদি জমি পরিদর্শন শেষে, জমির মালিক ও কৃষকদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আতিকুল মামুন, কৃষি অফিসার কৃষিবিদ কল্পনা রহমান ও কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া ডালিমসহ স্থানীয় কৃষকরা এ সময় উপস্থিত ছিলেন।
MBK/habib