যশোর সংবাদদাতা: যশোরে বিমান বাহিনীর বার্ষিক কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৪শে নভেম্বর) সকালে বিমান বাহিনীর যশোর মতিউর রহমান ঘাঁটিতে বিমান বাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন তিনি।
এর আগে সকাল সাড়ে ৯টায় হেলিকপ্টারে যশোরের উদ্দেশে রওয়ানা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগমনের পর রাষ্ট্রীয় সালামের মাধ্যমে কুচকাওয়াজ শুরু হয়।
পাঁচ বছর পর আজ যশোরে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে জেলা স্টেডিয়ামে এদিন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। দুপুরে জনসভা শুরুর কথা থাকলেও সকাল থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। জেলার বিভিন্ন স্থান থেকে মিছিলে ও স্লোগানে উজ্জীবিত নেতাকর্মীরা জনসভাস্থলে ভিড় করছেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে গোটা শহর। দুপুরের পর জনসভায় ভাষণ দেবেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। দীর্ঘদিন পর আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে উচ্ছ্বসিত যশোরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
Mustafiz/sharif