দেশের অর্থনীতি গতিশীল আছে- প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২৪-১১-২০২২ ১১:৫৪

আপডেট: ২৪-১১-২০২২ ১৬:২৬

নিজস্ব প্রতিবেদক: দেশ ও মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে কাজ করতে বিমান বাহিনীর নবীন সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সব বাহিনীকে উন্নত প্রশিক্ষণ এবং প্রযুত্তিগতভাবে আধুনিক এবং যুগোপোযোগী বাহিনী হিসেবে করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। আজ (বৃহস্পতিবার) যশোরে বিমান বাহিনী একাডেমির রাষ্ট্রপতি কুজকাওয়াজে এসব বলেন তিনি। বৈশ্বিক মন্দার মধ্যেও সরকার দেশের অর্থনীতিকে গতিশীল এবং নিরাপদ রেখেছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

যশোরে বাংলাদেশ এয়ারফোর্স একাডেমীতে বিমান বাহিনীর নবীন সদস্যদের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে যোগ দিয়ে ক্যাডেটদের পাসিং আউট অভিভাদন গ্রহন করেন। পরে প্রধানমন্ত্রী ১০ জন কর্মকর্তাকে কাজের স্বীকৃতি হিসেবে ফ্লাইং ব্যাচ পরিয়ে দেন।

প্রধানমন্ত্রী বলেন, বিমান বাহিনীকে আরো আধুনিক এবং যুগোপোযোগী হিসেবে গড়ে তুলতে সরকার প্রশিক্ষণ ও প্রযুত্তিগত উন্নয়নসহ নানা উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে দেশের আকাশসীমায় নিশ্চিদ্র নিরাপত্তা যেমন আসবে তেমনি সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হবে।

দেশের বিভিন্ন সংঙ্কটকালে বিমান বাহিনী বিশেষ দায়িত্ব পালন করে জানিয়ে প্রধানমন্ত্রী নবীন সদস্যদের জনগনের আস্থা অর্জন করে কাজ করার নির্দেশ দেন। বৈশ্বিক মন্দা থেকে উত্তরণ ঘটাতে সরকার সজাগ রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

BRS/sharif