নিজস্ব প্রতিবেক: আশুলিয়ার তাজরীন ফ্যাশনস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের এক দশক পূর্ণ হলো আজ। নিহত শ্রমিকদের স্মরণে সকালে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন, বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকরা। এসময় তাজরীন কারখানার মালিক দেলোয়ার হোসেনসহ অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ী সবার কঠোর শাস্তির দাবি করেন তারা।
বৃহস্পতিবার সকাল থেকে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তোবা গ্রুপের পুড়ে যাওয়া তাজরীন ফ্যাশনস কারখানার ফটকের সামনে ফুল নিয়ে জড়ো হন, স্থানীয় শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধাভরে স্বরণ করা হয় ২০১২ সালের ২৪শে নভেম্বর অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের। এসময় তাদের সাথে যোগ দেন শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার শ্রমিকরা।
ভয়াবহ ওই অগ্নিদুর্ঘটনার ১০ বছর পার হলেও কারখানা মালিক দেলোয়ার হোসেনসহ দায়ীদের শাস্তি নিশ্চিত না হওয়ায় ক্ষোভ জানান, শ্রদ্ধা নিবেদন করতে আসা কর্মী ও প্রাণে বেঁচে যাওয়া শ্রমিকরা। দ্রুত দোষীদের যথাযথ শাস্তির দাবি জানান তারা।
এদিকে, শ্রমিক নেতারা তাজরীন ট্র্যাজেডির স্মরণে সাভার শিল্পাঞ্চলে একদিন সাধারণ ছুটি ঘোষণা করতে কারখানা মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন। সেই সাথে ২৪শে নভেম্বর শোক দিবস ঘোষণার দাবিও জানান তারা।
২০১২ সালের ২৪শে নভেম্বর আশুলিয়ায় তাজরীন ফ্যাশনস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারায় ১১৪ জন শ্রমিক। আহত হয় ৩ শতাধিক।
Priyonty/sharif