আরেক মামলায় বাবুল আক্তারকে গ্রেফতার দেখানোর নির্দেশ

প্রকাশিত: ২৪-১১-২০২২ ১৬:১৭

আপডেট: ২৪-১১-২০২২ ১৬:১৭

চট্টগ্রাম প্রতিবেদক : স্ত্রী মিতু হত্যা মামলার পর সাবেক এসপি বাবুল আক্তারের বিরুদ্ধে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই এর করা রাষ্ট্রদোহ মামলায় তাকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৪শে নভেম্বর) সকালে চট্টগ্রামের অতিরিক্ত চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল হালিম শুনানী শেষে এ আদেশ দেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন বাবুল আক্তার। 

গত ১৭ই অক্টোবর রাতে নগরীর খুলশী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোর ইনচার্জ পুলিশ সুপার নাঈমা সুলতানা। মামলার অন্য আসামিরা হলেন- বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবু ও বাবুল আক্তারের বাবা আব্দুল ওয়াদুদ মিয়া। 

একই ব্যক্তিদের বিরুদ্ধে গত ২৭শে সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকার ধানমন্ডি থানায় আরেকটি মামলা করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার।

afroza/sharif